তারপর...
জানি না কি হবে?
সময় আমায় কোথায় হারাবে;
নাকি ব্যাগ ভরা স্বপ্ন গুলো তখনও শ্বাস নেবে
ওই চেনের ফাঁক দিয়ে;
এক মুঠো ইচ্ছা কি তখনও সাথে পথ চলবে?
নাকি হারিয়ে দেবে আমায় ওই অন্ধগলির মাঝে?
তারপর...
ভাবি যদি এমনটা হবে
আকাশ করে মেঘ,কালো চাদর মুড়ে;
ঝমঝমিয়ে ভাসাবে এই শহরের অলি গলি
আর ভেজাবে কিছু নিষ্পাপ ইচ্ছাকে ;
হাঁটু জল ভেঙ্গে তখনও কি ভালোবাসা পথ চলবে?
নাকি অচিরেই হারিয়ে যাবে ওই শহরের ফাটাগুলোর মাঝে?
আমি তো জানি না, তুমি কি জানো তারপর কি হবে?
তারপর...
ধরি যদি এভাবেই চলে
কোনো এক শীতের রাতের অন্ধকারের মাঝে;
একাকি নিঃসঙ্গতা আমায় আড়াল করে আটকে রাখে
আর ভয় দেখায় ওই স্বপ্নভঙ্গের যাতনার;
আলো হয়ে পুরোনো ভালোবাসা কি আসবে আমার কাছে?
নাকি সব আর্তনাদগুলো শুষে নেবে সেই রাতের চিলেকোঠা?
আমি জানি না, তোমরা কেউ কি জানো তারপর কি হবে?
তারপর ...
একদিন ঠিক রোদ আনবে, ফিঙের ডানা,
বসন্ত ফুল ফুটবে গাছে।
হঠাৎ পড়বে মনে,
যে নামে আর কেউ ডাকেনা,
সেই নাম আজ, "কেমন আছে?"
No comments:
Post a Comment