Thursday, 14 February 2019

ইতি ভ্যালেন্টাইন



তোমার ঠোঁটে মুক্তি খুঁজি আমি,
হার মেনে যায় রাজার একুশ আইন;
নিঃশ্বাসটুকুর উপস্থিতির মাঝে
সাক্ষী থাক ইতি ভ্যালেন্টাইন।


তোমার ঠোঁটে আমার জন্ম হোক,
স্বপ্নগুলোও রঙিন খেলায় মাতুক;
আমার তোমার আঙুল জুড়ে শুধু
ভালোবাসাটাই অমর হয়ে থাকুক।

নিয়ম মেনে আসতে চেয়েছি কাছে,
সময়টুকু পিছু ডাকছে ভীষন,
অচেনা কিছু উত্তেজনার মাঝে
তোমার কোলের আদর প্রয়োজন।

ফিসফিসিয়ে চলছে কানাঘুষো,
এই বুঝি কেউ বসিয়ে দিল ফাইন;
সুখি হৃদয় ভালোবাসতে জানে
সাক্ষী শুধু ইতি ভ্যালেন্টাইন।।



No comments:

Post a Comment

নশ্বর

আমি জানি নশ্বর আমি; একটা একটা দিন ফুরায় আর আমি গুনি; এই বুঝি বাজল সাইরেন; শরীরের কারখানায় যখন ধীরে ধীরে কর্মবিরতি আসতে থাকে হঠাৎ করেই একদিন ...