শেষ বার যখন এসেছিলি তার থেকে গড়িয়েছে অনেকদিন
বেশ অনেক দিনই হল বটে,
তবুও আসা হয়নি আর তোর,
শেষেরবারে চোখে মনে মাখিয়ে যাওয়া রঙগুলো
কেমন যেন ফিকে হয়ে দাঁত দেখায় আমায়,
রংরুটে যায় স্বপ্নের জাহাজ, চুরি ছিনতাই এর রেশে
হঠাতই কেমন যেন থম্থমে ভাব আজ স্বপ্নের বাজারে,
ধর্মঘটে আটকে পড়েছে স্বপ্নের বাজার;
এমনি দিনে কে বাঁচাবে আমায়? কে দেখাবে স্বপ্ন?
ভারি তো আমায় ভুলে গেলি
আগের বারে তো কথা দিয়েছিলি
যে আবার আসবি ফিরে, হাঁকবি ওই জানলার নিচে এসে;
কোথায় গেলো সেসব কথা?
আজ একা করে দিয়ে একি মশকরা,
আমি তবে এগোই কেমন করে?
দামও তো আমি ঠিক দেবো বলেছিলাম;
কেন তবে ভুলিয়ে আমায়,মিছে কথা বলে
কেন তবে ভুলিয়ে আমায়,মিছে কথা বলে
ফুড়ুৎ করে চলে গিয়েছিলি?
তবে কি এখন অন্য পাড়ায় যাস , ভুলিয়ে দিস অন্য কারও মন
জানলা গোড়ায় এসে এমন করে বাজাস কাঁকন?
সে কি তোকে ভালো দাম দেয় তবে?
নিশ্চয় দেয়,তা নাহলে কি ভলাতে আমায় পারে?
জানিস আমি এখনও বোকার মতো
দখিন দিকের জানলা খানা ধরে
ফ্যালফেলিয়ে চেয়ে থাকি ওই বাঁকমোড়ের দিকে,
আর ভাবতে থাকি এই বুঝি তুই এলি
এলো বুঝি আমার স্বপ্নের ফেরিওয়ালি;
কিন্তু হায়,সে তো না আর আমার কাছে আসে
মন দিয়েছে অন্য কারোর কাছে,
আমিই শুধু একা একা তাকে ভালবাসি;
রাত গুলো কালো করে দমবন্ধ করে আসে
রঙ গুলোও আজ হারিয়েছে ভালোবাসা,
কাছে এসে একে অপরে মিশে যায় না আজ
হারিয়ে গেছে পথের হদিস,ভেঙ্গেছে স্বপ্নের কোলাজ;
চোখের পাতায় চলছে শুধু স্বপ্ন গুলোর ধর্মঘটের রেশ
মন চুরিয়ে স্বপ্নের ফেরিওয়ালি আজ হয়েছে নিরুদ্দেশ।।
No comments:
Post a Comment