Thursday, 14 February 2019

আসবি কাছে




যদি বলি তোর শরীর ছোঁব, আসবি কাছে?
মানে এতটাই কাছে
যেখান থেকে আলাদা করা যায় না আর;
অনুভূতিগুলো একের পিঠে এক চেপে
নানা ভাবে বাঁক নিয়ে চলে নিজের খেয়ালে;
ঠিক এতোটাই কাছে
যেখান থেকে নিঃশ্বাস প্রশ্বাস গুলো নিজেদের মধ্যে কোলাকুলি করে,
ভালোবাসায় আটকে পড়ে ভাবগুলো;
আসবি এতোটা কাছে?



নাকি ভাববি নোংরা নজর আমার,
ছুতো খুঁজে শরীর নিয়ে মাতার নেশায় উন্মাদ হয়ে গেছি?
নাকি সব বাঁধন ভেঙে আসবি আমার কাছে?
ভালোবাসার কাছে হার মেনে সব শিকল ভেঙে মাতবি আমার নেশায়?
উন্মত্ত শরীরে অঙ্গে প্রত্যঙ্গে মিশিয়ে নিবি আমার ভালোবাসা?
আসবি এতোটা কাছে যদি আসতে বলি আজ?

যদি বলি ভালোবাসতে,
সব কিছুর পরে যখন একটুখানি আঁধার নেমে আসে
তখন যদি ক্লান্ত মনটা বাধা পেতে পেতে
খুঁজে নিতে চায় একটু আশ্রয়;
তখন কি ভালোবাসবি আমায় ঠিক যেভাবে রাতের পরে ভোরের সূর্য গায়?

আসবি কি এতোটাই কাছে
যেখান থেকে বুঝতে পারি না তোমার আমার অস্তিত্বটুকু বাকি,
যেখান থেকে নতুন শুরু হবে আবার একটা,
একসাথে একই পথে পাশে হাঁটবো দুজন;
হাঁফিয়ে নিলে জিরিয়ে নেব নাহয়
তুই হবি আমার গাছে ছায়া, আমি না হয় বইবো তোর ছাতা;

আসবি কি এতোটাই কাছে
যেখানে থেকে ধ্বংস শুরু হয়;
ঝড়ের মুখে নুয়ে সামলে নিয়ে বিপদ,
সেখান থেকেই লিখবো আমরা ভালোবাসার জয়।
কিরে আসবি কাছে
নাকি জমিয়ে রাখবি হারিয়ে যাওয়ার ভয়?




No comments:

Post a Comment

নশ্বর

আমি জানি নশ্বর আমি; একটা একটা দিন ফুরায় আর আমি গুনি; এই বুঝি বাজল সাইরেন; শরীরের কারখানায় যখন ধীরে ধীরে কর্মবিরতি আসতে থাকে হঠাৎ করেই একদিন ...