ভুলেছে আমায় সে,
অনেক দিনের পরেও আসেনি সে ফিরে;
পথের মোড়ের জলছবিটাও আজ ফ্যাকাসে হয়ে গেছে,
গড়িয়েছে সময়,বাড়িয়েছে বয়েস,
মন শুধু আটকে সেই জানলাখানার পাশে;
যেখান দিয়ে আমায় এসে স্বপ্নের ফেরিওয়ালি ডাকে,
পেরিয়ে দেয় সেই সাত সমুদ্র দূরে,
মন যেখানে মুক্ত বাতাস খোঁজে,
সেঁধিয়ে নেয় মনের দুঃখগুলি;
আজ তবে নেই,জমে গেছে আকাশ কুসুম কষ্ট
স্বপ্নের ফেরিওয়ালি আজ একাকি লক্ষভ্রস্ট।
ডাক দেয় না আর জানলা খানার কাছে,
বাড়ায়না হাত মিষ্টি ছোঁওয়া দিতে
জমিয়ে যায় শুধু একরাশ কষ্টের মনোহরী;
স্বপ্ন নেই চোখে,ঘুম নেই রাতে,
দুঃস্বপ্ন গুলো গেঁথে গেঁথে রাতের চোখে জাগি;
নেই কোনও কথা, জমেছে পুরনো সেই ব্যাথা
রাত্রি জেগে বিনিদ্র নিশাচর জীবনগাথা।
বল না আসবি আবার কবে?
প্রশ্ন জানান দেয়,উত্তর নেই তায়;
একা একা সময় গুলো কাটে,
বিফলা সেই প্রতিক্ষা গুলো কাঁদিয়ে যায় ঠায়;
নেই কোনও আশা,
তবু কোনও এক মন্ত্রবলে ওই জানলা ধরে দাঁড়াই,
চোখ মেলে চাই,যতদূর দেখতে পাই
খুঁজে যাই সেই সবুজ কাপড়খানা
শেষ বার যেটা পরে এসেছিলি আমার মনের মাঝে;
আজ শহর ঘুরে গলি গলি খুঁজেছি শুধু তোমাকেই
কিন্তু হায়! খুঁজছি কাকে?
তুমি যে নেই আজ সেই তোমাতেই;
বিফলে গেছে সব, মেলেনি কোনও উত্তর,
স্বপ্নের ফেরিওয়ালিও আজ হয়েছে নিরুত্তর।।
জানি না আবার কবে সে আসবে…!!
No comments:
Post a Comment