Sunday, 17 February 2019

অনভিপ্রায়



তোমার চোখে দেখবো না আর আমি
শ্রাবণ যেথায় আদরগুলো জমায়,
ভাঙণ আমার শুরু সেখান থেকেই
রোদচশমায় তোমায় দারুন মানায়।



তোমার কথা শুনবো না আর আমি
মৌমাছিরাও মধু জমায় সেথায়,
মিষ্টি খাওয়ায় আমার বারণ আছে
তোমার হাসিই আমার প্রাণ জুড়ায়।

তোমার হাসি মাপবো না আর আমি
মজার কথা বলবো না কানে কানে,
পিছলে যাওয়ার অনেক কারন আছে
না হাসলেও তোমায় দারুন লাগে।

এলোচুলে দেখবো না আর তোমায়
বসন্ত রঙ যেথায় আসর বসায়,
খোঁপার সাজেও হারিয়ে যাই আমি
নতুন করে ভিজি ভালোবাসায়৷

তোমার হাতটা ছোঁব না আর আমি
জমবে না আর হারিয়ে ফেলার ভয়,
নাই বা গেলাম তোমার কাছাকাছি
ভালোবাসা তো দূর থেকেও যায়।





1 comment:

নশ্বর

আমি জানি নশ্বর আমি; একটা একটা দিন ফুরায় আর আমি গুনি; এই বুঝি বাজল সাইরেন; শরীরের কারখানায় যখন ধীরে ধীরে কর্মবিরতি আসতে থাকে হঠাৎ করেই একদিন ...