Sunday, 18 September 2022

ঊষশী




ঊষার আকাশ, নিশীথ সূর্য 
বা মধ্যগগণের রুপোলি চাঁদের মতো দেখা দাও তুমি; 
অপার এক ঐশ্বর্যবেশ আসো তুমি বার বার; 
কুহকের মতো আমি ডুবে যাই তাতে,
একটা মাস্তুল ভাঙা জাহাজ খাবি খাচ্ছে
আমি সাঁতরে ফিরতে চাই পাড়ে বার বার
কিন্তু উপায় নেই; 
নির্লিপ্ত এক মায়াবী নেশা আমায় বার বার বিবশ করে,
আমি ভাসছি এক অনিশ্চয়তার মাঝে। 

এক লহমায় যখন পাড়ে এসে পড়ি
বুঝতে পারি এখনো অনেকটা একা আমি;
উত্তপ্ত মরুভূমি যেমন লালন করে চলে একটা মরীচিকা 
সেভাবেই তপ্ত হৃদয় থেকে পাকানো ধোঁয়ার জালে 
তুমি জড়িয়ে আসো বার বার; 
ছুঁতে চাই তোমায়, তুমি নেশার মতো 
কিন্তু তুমি তো আমার নও;
তুমি কেমন এক মায়াবী ইন্দ্রজাল
শুধু কাছে টেনে নাও ওই মায়াবী দন্ডের নেশায়। 

একটা হঠাৎ আঁতকে ওঠা হটকারিতায় 
আমার চোখ খুলে যায়, নেশার পর্দা সরিয়ে যে ঐশ্বর্য রূপ আমার স্বপ্নে রঙ ভরেছে
সেই রূপ নিয়ে কাছে আছো তুমি; 
অঝোর বৃষ্টি, অন্ধকারময় ঝোড়ো হাওয়া আর এক জমতে থাকা শীতের ভোর
এতটা সুন্দর যে হতে পারে ভাবিনি আগে;
তুমি আছো সেই মায়া নিয়ে, যার যাদু আমার স্বপ্নে ঘিরেছে আগে পিছে। 

ভাঙছে এই নিশ্চুপ ধরনীর নির্মোক
তোমার চকিত স্পর্শ যেন অতন্দ্র স্বপ্নলোক…





Wednesday, 24 August 2022

প্রেমের এপিটাফ




প্রিয়,
তোমার আমার দেখা হওয়ার তো দরকার ছিল না কিছু,
এতগুলো বছর, এতগুলো ক্ষন তো আমি একাই কাটিয়েছিলাম
তোমার উপস্থিতি ছাড়া;
ভাবনা আসত, কিন্তু উবে যেত কর্পূরের মতো,
আমার মনটা শান্ত করে দিতে নির্লিপ্ত এক সুবাসে; 
শান্তি পেতাম, আর মানিয়ে নিতাম এই বেশ ভালো আছির দেশে। 

Wednesday, 13 July 2022

সত্য




ঘুড়ি
একটা নীল ঘুড়ি
কেমন যেন পথ ভুলে উড়ছে,
পিছুটান কেটেছে অনেক আগেই;
নিঃসীমে চেয়ে আছে কিছু জিজ্ঞাসা 
একক শূণ্যতা আর কিছু প্রশ্রয়,
ভয় হয়
চাঁদ ভাঙার রাতেই না বালির শহরে তোমার পায়ের ছাপ মুছে যায়। 

Sunday, 10 July 2022

( ১ )



একটা চিরকুট লিখবো জানো,  তোমাকে ভালোবাসার কথা জানিয়ে  ভাসিয়ে দেব হাওয়ায় হাওয়ায়; তোমার কাছে যাবে কী যাবে না জানি না তবে পাঠাতে আমায় হবেই,  একটা করে দিন যাবে আর উড়ে বেড়াবে চিরকুটটা এ পান থেকে ও পানে;  মুখ থুবড়ে পড়বে না বোধহয় আমার ভালোবাসার ওজন এত নয়। 

Tuesday, 21 June 2022

হিসেব নিকেশ




অনেক কটা হিসেব নেওয়া বাকি রয়ে গেল;
একটা ক্লিপ, একটা ফুল ফুল গার্ডার,
একটা ছবি, গোটা চারেক রুমাল, 
আর কোন মুড়ে যাওয়া তিন চারটে চিঠি; 
দেখা করে হিসেব মেটাবো ভেবেছিলাম 
কিন্তু ইস্কাবনের পান থেকে চুন খসেছে ততক্ষণ;
লাস্ট ট্রেন সাইরেন মেরে স্টেশন ছেড়েছে
লাস্ট বাস ও ক্যানসেল হয়ে গেছে,
প্যাঁচ কাটা ঘুড়ির মতো ঘুরতে ঘুরতে যখন মুখ গুঁজে পড়েছি
তখন রাত হয়েছে অনেক, ঝপ করেই প্রায়;
যে কটা হিসেব নেওয়ার ছিল আর মেলেনি আমার। 

নশ্বর

আমি জানি নশ্বর আমি; একটা একটা দিন ফুরায় আর আমি গুনি; এই বুঝি বাজল সাইরেন; শরীরের কারখানায় যখন ধীরে ধীরে কর্মবিরতি আসতে থাকে হঠাৎ করেই একদিন ...