ঘুড়ি
একটা নীল ঘুড়ি
কেমন যেন পথ ভুলে উড়ছে,
পিছুটান কেটেছে অনেক আগেই;
নিঃসীমে চেয়ে আছে কিছু জিজ্ঞাসা
একক শূণ্যতা আর কিছু প্রশ্রয়,
ভয় হয়
ল্যাম্পপোস্ট
একরোখা ওই পোস্টের গায়ে চাঁদ লেগেছে
আগলেছে যেন নতুন বউ এর মতো
আবেগের অধিকার খুব বেয়াড়া জানো
হিংসা আর অধিকারের বেড়ায়
ঘুড়িখানা আর জড়ালো না পোস্টের গায়ে;
অবাক লাগে
তুমি না থাকলেই, পাহাড়ের গায়ে
উত্তরীয় জড়ানোর সাহস কেউ দেখাবে না আর কখনো।
ঘড়ি
কেন জানি না ডেকে তোলে রোজ
নিয়ম মতো,
সকালের সাথে সাথেই সত্যির সাথে জেহাদের মাঝেও
একটা বিশ্বাস থাকে সারেঙ্গীটা বাজবে ঠিক;
বারো থেকে বেড়ে আবার এক-এ আসবে
নতুন শুরু হবে নিয়ম মাফিক;
জানি না কেন ভাবি
ঘুণপোকার মাটির ডেলায় ঢেকে যাবে ঘুড়ির সুতো।
মৃত্যু
আঁতকে থাকবে না আটকে?
সময় থামবে, দুনিয়া থামবে;
পাহাড় গা বেয়ে সূর্য্যের যাওয়া আসাটাও থামবে;
তুমিও আটকাবে আবার;
এ তো ভীষণ বড় সত্য, কঠিন আর নির্ভীক;
একটা সুর ভাঙ্গার সন্ধ্যাতে
চুপ থেকো খালি, আর আমার কথা শুনো মন দিয়ে;
ইমন থেকে ভৈরবীতে থামুক আমাদের কলতান।
No comments:
Post a Comment