Sunday, 10 July 2022

( ১ )



একটা চিরকুট লিখবো জানো,  তোমাকে ভালোবাসার কথা জানিয়ে  ভাসিয়ে দেব হাওয়ায় হাওয়ায়; তোমার কাছে যাবে কী যাবে না জানি না তবে পাঠাতে আমায় হবেই,  একটা করে দিন যাবে আর উড়ে বেড়াবে চিরকুটটা এ পান থেকে ও পানে;  মুখ থুবড়ে পড়বে না বোধহয় আমার ভালোবাসার ওজন এত নয়। 


একটা ছাতা কিনবো জানো,

ফিরোজা রঙের আর ফুল ফুল ছাপ করা;

আজকাল বৃষ্টি হয় খুবই;

তোমার পছন্দসই রঙ নয় আমি জানি

কিন্তু কিনতে যে হবেই, 

হঠাৎ করেই পাড়ার মোড়ে দেখা হয় যদি

লুকিয়ে নেব আর ভিজব বোকার মত;

জ্বর জারি হলে সয়ে নেব বোধহয়

আমার ভালোবাসার উত্তাপ এত নয়। 



একটা গান শুনবো জানো

নাম না জানা এক আত্মভোলা বাউলের;

মাটির গানে মন হালকা হয়;

রক পপের কথার মানে বুঝি না আমি

তাই বাউল শোনাই ভালো,

গাইবার সাহস হবে না হয়ত তবে একলা ঘরে গুনগুনাতে পারি যখন তখন;

গালমন্দ কেউ দিলে শুনে নেব বোধহয়

আমার ভালোবাসা উদ্বায়ী এত নয়। 



একটা কথা বলতে হবে তোমায়,

কারণ সেরম নেই তবু অকারণেই বলে যেতে চাই;

কথা জমলে দমবন্ধ হয়;

আমার কথা পছন্দ না তোমার, তাও জানি

তবুও নিজের জন্যে বলতে তো হবেই,

তোমায় ভালোবাসি যেন আদিম হিসাব মেনেই, 

নিজের কাছে আটকে নিতেও চাই;

দূরে চলে যাওয়া আর সয়া হবে না বোধহয়

আমার ভালোবাসার মৃত্যুও বুঝি হয়।





No comments:

Post a Comment

নশ্বর

আমি জানি নশ্বর আমি; একটা একটা দিন ফুরায় আর আমি গুনি; এই বুঝি বাজল সাইরেন; শরীরের কারখানায় যখন ধীরে ধীরে কর্মবিরতি আসতে থাকে হঠাৎ করেই একদিন ...