Tuesday, 21 June 2022

হিসেব নিকেশ




অনেক কটা হিসেব নেওয়া বাকি রয়ে গেল;
একটা ক্লিপ, একটা ফুল ফুল গার্ডার,
একটা ছবি, গোটা চারেক রুমাল, 
আর কোন মুড়ে যাওয়া তিন চারটে চিঠি; 
দেখা করে হিসেব মেটাবো ভেবেছিলাম 
কিন্তু ইস্কাবনের পান থেকে চুন খসেছে ততক্ষণ;
লাস্ট ট্রেন সাইরেন মেরে স্টেশন ছেড়েছে
লাস্ট বাস ও ক্যানসেল হয়ে গেছে,
প্যাঁচ কাটা ঘুড়ির মতো ঘুরতে ঘুরতে যখন মুখ গুঁজে পড়েছি
তখন রাত হয়েছে অনেক, ঝপ করেই প্রায়;
যে কটা হিসেব নেওয়ার ছিল আর মেলেনি আমার। 

কিছু হিসেব মেলা খুব দরকার ছিল জানো,
যেমন ধরো ওই খোলা চুলের সাথে কালো না লাল শাড়িটা ভালো মানায়, 
তাসের কার্ডের শেষ টেক্কায় তোমায় জেতা সব সময় মানাতে পারিনি আমি, 
কানের ঝুমকো দুল, একটা ফেলে আসা বিকেল আর অনেক অনেক প্রতিশ্রুতি;
এই সব কিছুর হিসেব নেওয়া হলো না আর;
রুশ ইউক্রেন এর যুদ্ধটা হয়ত থামবে একদিন কিন্তু আমার আর থামা হবে না, 
যখনই হিসেব মেলাতে যাই একরাশ অন্ধকার নেমে আসে, হঠাৎ করেই অকস্মাতে; 
অন্ধকারে হাতড়ে বেড়াই আমার হিসেবের খাতা। 

আসলে কী জানো তো ঈশিতা,
হিসেব গুলোর নিজেদের একটা অন্য নেশা আছে, 
মেলানোর সুখ দেয় ঠিকই কিন্তু উসুল করে অনেক;
পথের শেষে সিকি আধুলি সমেত সব হিসেবই মিলে যায় জানি,
শুধু মেলাতে চাওয়া মানুষটাই থাকে না আর। 
হিসেব গুলো চেয়ে নেওয়ার দরকার ছিল খুব। 
হিসেব গুলো মিলে যাওয়ার দরকার আছে খুব।



No comments:

Post a Comment

নশ্বর

আমি জানি নশ্বর আমি; একটা একটা দিন ফুরায় আর আমি গুনি; এই বুঝি বাজল সাইরেন; শরীরের কারখানায় যখন ধীরে ধীরে কর্মবিরতি আসতে থাকে হঠাৎ করেই একদিন ...