তোমার জন্যে এখনও যেটুকু আছে-
সেটুকু পেয়েছি, ঢেকেছি
নিজের কাছে।
কেননা প্রেমের আইনে নিষেধ জারি
বুকের মধ্যে তোমাকে রাখতে পারি?
তুমি থাকবে লুকিয়ে আড়াল দিয়ে
একুশে আইন চালাবো তোমায় নিয়ে।
হিসাবের কড়ি ভুলিয়ে দেবে আবার;
রাখবো কাছে এটুকুই আবদার।
ভালবাসা মরে, ভালবাসা
বাঁচে কিছু
অবৈধতার আদরের পিছু পিছু
বুড়ো বটগাছে বাসা বাঁধে নীল পাখি
আমরা দুজন ছাড়া ছাড়া হয়ে থাকি।
ইতি উতি সব বন্দক দেওয়া আছে
রাগের আড়ালে ভালোবাসাটাই বাঁচে;
তোমার ইগোয় আমার হবে হার,
সরে গিয়েও রয়ে গেছে অধিকার।
বনেদী জেহাদ, পুরনো
টানের কাছে-
আমাদের প্রেম অপরাধী হয়ে আছে
তবু বসন্ত আসতে এখনো বাকি...
আমরা দুজন শীতের শরীরে থাকি।
ততদিন থাক, বেআইনি হোক ছোঁয়া
জড়ো করে রাখি শীতের সন্ধ্যে ধোঁওয়া;
সাধারণ চোখে আমরা পাপীর মতো
পরকীয়া প্রেমে জুড়োক ঠান্ডা
ক্ষত।।
👌👌👌
ReplyDelete