Wednesday, 17 January 2018

অভীপ্সা




আমি প্রেমে পড়তে চাই
আমি, তোমার প্রেমে পড়তে চাই প্রতিদিন
লাল নীল সংসারের মায়াপদ্যগুলো
নুনের মত ঘিরে রেখেছে আমার ঘুমভাঙা চোখ
মন্দ স্বপ্নের ঘোরে সেই কবে থেকে ভয় পেয়েছি
তুমিই কি হবে সে যে স্বপ্নে ভুলিয়েছি?


ওকে চিনব আগে থেকে,
পরিচিতই জানবে পাঁচজনে
হঠাত একটা সুযোগ পেয়ে তাকাবে তুমি-
ওভাবে নয়, বেশ একটু অন্যভাবে
আমি নিভিয়ে দেবার আগেই আগুন ছড়িয়ে যাবে মুখে মুখে;
শুধু জানবো আমি, তুমি বাঁধা পড়েছো প্রেমে

আমি প্রেমে পড়তে চাই, বারবার 
আমি পেতে চাই তার শোক অন্যবারের মতো
দুঃখ পাওয়া ঠোঁটের নোনা স্বাদ শিখতে শিখতে
আমি যেদিন প্রথম স্বীকার করে নেব সবকিছু,
সেদিন আমার বুকের মধ্যে হাত রাখবে তুমি?
একটা পাথরকে ঝর্ণা বানানোর সাধ্যি আছে তোমার?

লোকে যা বলে বলুক, তবু তুমি হাত রাখবে
ওভাবে নয়, বেশ অনেকটা অন্যরকমভাবে
আমি একঝলক নিঃশ্বাস ফেলার আগেই
নিন্দা রটবে মুখে মুখে,দাবানলের মতো;
কানাঘুষোয় সব এলোমেলো হওয়ার আগেই
শুধু আমি দেখবো, তোমার ভালোবাসা রয়েছে অক্ষত

আমি প্রেমে পড়তে চাই, অকস্মাতে
হঠাৎ কোনো অসংযমে প্রেমে পড়তে চাই!
উল্টোপাল্টা সংসারে চুন- হলুদের ভালোবাসা বুঝে নিতে নিতে
তুমিই সে, যে আমায় আদরের মধ্যে কানে কানে বলেছিলে 'কষ্ট হচ্ছে?'
তুমিই সে, যে আমার প্রথম যন্ত্রণায়,প্রথম লজ্জায় জড়িয়ে ছিলে আষ্টেপৃষ্ঠে!
যে যাই বলুক- আমি তোমায় ছাড়ব কেন?

তুমিই আমায় কষ্ট দিও আবার
ওভাবে নয়, নিজের করে-একটু অন্যভাবে
অভিমানী মুখে ওষুধ খাবার আগেই
নিশ্চুপে ব্যথা ছড়াবে বুকে বুকে, অনুভূতির কাছে ঋনী...
নির্বাক কিছু মুহূর্তের মাঝে, আলগাভাবে হাত ছোঁওয়াবে যেই 
শুধু বুঝবো আমি, গলেছে বরফ- ক্ষমা চাইছো তুমি





No comments:

Post a Comment

নশ্বর

আমি জানি নশ্বর আমি; একটা একটা দিন ফুরায় আর আমি গুনি; এই বুঝি বাজল সাইরেন; শরীরের কারখানায় যখন ধীরে ধীরে কর্মবিরতি আসতে থাকে হঠাৎ করেই একদিন ...