শরীরে বসন্ত মাস। বিশ্বাস নিভে গেছে, যায়…
তবু নিশ্চুপে ভালোবেসে কেউ সরে যেতে চায়;
জ্বর এখনো আসে মাঝরাতের কোলাহল শেষে
মানুষ পাগল হয় ভীষন, বিদ্রোহে
আর ভালবেসে।
শরীরে বসন্ত দিন। কিছু পাতা ঝরেছিলো বেশ...
তোমাকে ছুঁয়েছিলাম শেষবার, বেইমানির অনুভূতির রেশ;
এখনো ঘুম আসেনা রাতে, এলোমেলো কিছু হাওয়া
তুমি ‘আসি’ বলোনি কিন্তু, মানে শুধুই চলে যাওয়া।
শরীরে বসন্ত কাল। আবীর হাতে কলঙ্কিনী রাধা...
কানাই কে চাই তার, অপবাদে যতই না হোক বাঁধা;
এখনো বিশ্বাস নিয়ে বসন্ত বারে বারে আসে
বাতাসে ঘৃনার সাথে আলগোছে ভালোবাসা ভাসে।
শরীরে বসন্ত দিন। কিছু পাতা ঝরেছিলো বেশ...
তখন বুঝেছিলাম ছোঁওয়ার নেশায় উত্তাপ নিঃশেষ;
ঠোঁট ছোঁওয়ানো মানা আজ, স্পর্শকাতর বলেই
ফেরোনি তুমি আর, শেষমেশ চলে গেলেই।
শরীরে বসন্ত মাস। বিশ্বাস নিভে গেছে যায়...
তবুও অনুভুতিগুলো পিছু ডাকে প্রেমের নিষ্ক্রিয়তায়;
এখনো জ্বরের ঘোরে স্বপ্নরা লেগে থাকে, জানো?
অবহেলায় ভেঙেছে ঘর, যায়নি আটকানো।
No comments:
Post a Comment