তোমার বাড়ির ছাদের ওপর নভেম্বরের মেঘ,
অবহেলায় চুল সরেনি, ঠোঁট নামেনি ঠোঁটে;
অতঃপর এই নিম্নচাপই বাড়াবে উদ্বেগ,
ফেলে যাওয়া সময়গুলোই স্মৃতি হয়ে ওঠে।
তোমার শরীর জুড়ে এখন নভেম্বরের মেঘ,
ছায়ার সাথে যুদ্ধ খালি, চাঁদ ফেরেনা ঘরে;
আমরা দুজন অনেক দূরে, ইচ্ছাটাকেই মেনে,
বিচ্ছেদটাও চিরকালেই রইবে পরস্পরে।
তোমার পায়ের তলায় এখন নভেম্বরের মেঘ,
পিষতে পারো,কারন ভীষন মরণ চেয়েছিলাম;
তোমার থেকে সরতে হবে-পুর্বাভাসেই জানি,
মেঘের থেকে বৃষ্টি ভালো, স্বীকার করে নিলাম।
তোমার মনের কোনে এখন নভেম্বরের মেঘ,
ঘুটে এসেছে, সাথে এনেছে ঝড়ের আগাম বানী;
উত্তর গুলো পাবো না- তাই জানতে চাইনি আর,
মিথ্যে প্রেমের অভিনয়ে কেবল বাড়েছে হয়রানি।
তোমার জন্যে কোথাও এখন নভেম্বরের মেঘ,
অনেক দূরে, বৃষ্টি বোঝাই করছে নরম হাওয়া;
আসার পথটা বড্ড সোজা, দিব্যি অধিকৃত
চিরকালেই কঠিন শুধু ‘চাইলে ফিরে যাওয়া’ ।।
👌👌😊😊
ReplyDelete