Tuesday, 29 January 2019

টেন ইয়ার্স চ্যালেঞ্জ



  

-       স্যার আপনি টেন ইয়ার্স চ্যালেঞ্জটা খেলুন না…!!! দারুন মজার।
-       এ আবার কি জিনিস?
-       বিশেষ কিছুই না, আপনার দশ বছর আগের একটা ছবি আর এখনকার একটা ছবি একসাথে কোলাজ করে পোস্ট করবেন, সাথে হ্যাশট্যাগ টেন-ইয়ার্স-চ্যালেঞ্জ।
-       ওহ, এই ব্যাপার। তা এই ঘি মাখার সময়ে কে আমার ছবি দেখবে?
-       প্লিজ স্যার। আপনার সবে চল্লিশের কোটায় এলো…
-       ধুর্, মুড়ির আবার মিয়ানো আর কুড়মুড়ে।
-       আপনি না একদম যা তা…
-       ওয়াইন বা স্কচ আর বিয়ারের তফাত জানিস?
-       নাহ, ওসব বাজে জিনিস আমি খাই না।
-       ওয়াইন বা স্কচের যত বয়স বাড়ে তত তার দাম বাড়তে থাকতে, বিয়ার তো খুলে দিলেই শেষ।
-       মানে সত্যি আপনিও না… সবেতে আজে বাজে কথা বলতেই হবে…
-       আরে আজে বাজে কোথায়? একবার ভেবে দেখ এই শুকনো আমড়ার আঁটির মতো মুখের ছবি কে দেখবে?
-       আপনি জানেন কতো মেয়ে আপনার জন্যে পাগল?
-       বটে…
-       এবার দিন তো দেখি একটা ছবি, কেউ না দেখলে একজন দেখার লোক তো পেয়েই যাবেন…





No comments:

Post a Comment

নশ্বর

আমি জানি নশ্বর আমি; একটা একটা দিন ফুরায় আর আমি গুনি; এই বুঝি বাজল সাইরেন; শরীরের কারখানায় যখন ধীরে ধীরে কর্মবিরতি আসতে থাকে হঠাৎ করেই একদিন ...