-
আপনি আজকেও ওষুধটা খান নি?
-
হে হে হে, ওই আর কি। অতো ওষুধ খেয়ে
কি হবে, এমনি সেরে যাবে।
-
সেই, এখন আপনিই ডাক্তার হয়ে গেলেন।
কখন কি খাবেন, না খাবেন সব বুঝে গেলেন। কোন সালে ডাক্তারি পাস করলেন বলুন তো।
-
হা হা হা, আহা চোটছিস কেন?
-
হাসবেন না। এভাবে চলবে তাহলে?
-
আরে রাগ করিস না। পরে খেয়ে নেবো খন।
-
সেই। কালকেও একই কথা বলেছিলেন। দেখলেন
তো আমি চলে গেলাম আর কি সব কান্ড করে বসলেন। দেখি জ্বরটা কত…
-
আরে তুই বুঝিস না, এই সব জ্বর ওষুধ
খেলে সাতদিন, না খেলে এক সপ্তাহ। এমনিই সেরে যাবে…
-
থাক না, হয়েছে… সর্বনাশ, এতো ধুম জ্বর।
এখুনি ওষুধ খাওয়াতে হবে।
-
আরে ও কিছু না। গরম জলে একটু ওল্ড মঙ্ক,
ব্যাস সব সেরে যাবে।
-
আর যদি একটাও বাজে কথা বলেছেন তাহলে
আমি চলে যাবো এখুনি।
-
বাল্বের সামনে কখনো পোকামাকড় উড়তে দেখেছিস?
-
হ্যাঁ, কিন্তু এতে পোকামাকড়ের কি হল?
-
ওরা জানে যে গরমের তাপে ওরা পুড়ে যাবে,
কিন্তু তবু আসে, বার বার আসে। না চাইতেও আসে। সময় থাকতে থাকতে বুঝতে পারলে তো আর প্রানটা
দিতে হয় না।
-
নিজের ভালো সবাই বোঝে স্যার, কিন্তু
আকর্ষণকে ধরে রাখবে কোথায়?
-
সেই ভুলেই তো…
-
বলছি কিছু খাওয়া হয়েছে নাকি সকাল থেকে
এমনই এরম দর্শন বেরোচ্ছে?
-
হে হে হে…
-
ভগবান…!!! একে নিয়ে আমি কি করবো…!!
আপনি একটু দাঁড়ান, আমি মুসুর ডালটা বসাই।
No comments:
Post a Comment