যে রাতে ছেড়ে
এসেছিলাম পরস্পরের হাত
এক নিঃশ্বাসে
দুজনেই ভেবেছিলাম বাঁচা গেছে,
গল্প লেখা থেমেছে সেদিন থেকেই
অনুভূতিগুলো ইতিহাস হয়ে আছে।
যে সকাল হয়েছিলো একটু অন্যভাবে
থেমে গিয়েছিলো আমাদের আসা যাওয়া,
নৈতিকতা পাশ ফিরে শোয় ছাদে
চায়ের কাপ জুড়োয় মাঘের হাওয়া।
একটা আকাশ দেখেছিলো দুটো মানুষ,
আলাদা আলাদা গন্ধ জমিয়েছিলো কাছে;
পরখ করেনি জেদের কাছে হেরে
অহংকারটাই অভিমানী হয়ে আছে।
অভিযোগকে আর আসতে দেয়নি কাছে
আলাদা হওয়াই নতুন এক অধ্যায়;
বিচ্ছেদের দিনে অন্যরকম ভাবেও
ইচ্ছার কথা কেইবা শুনতে চায়?
যে হাওয়া,জলে বেড়েছি আমরা দুজন
বিশ্বাস আজ পথ রুখে দিতে চায়;
শক্তিবিহীন সাক্ষর সমেত তাই
লিখেছি দুজন , “আর সম্ভব নয়।”
যে রোদে বৃষ্টির স্বপ্ন গুলো মেরেছিলাম,
ভ্রুনেই তখন শববাহীদের ক্রোধ
বোকার মতো প্রমাদ গুনেছি খালি,
ভেবেছি ঠিক নেবোই প্রতিশোধ।
তুমি বলতে ভালোবাসা আর বিচ্ছেদ,
আলাদা হলেও রংটা তাদের লাল;
একে অন্যকে আঁকড়ে জড়িয়ে থেকে
বিপরীতেই কি মিলিয়েছে এতকাল?
সামনে আসছে ভালোবাসার মাস,
রক্তাক্ত সব, একটু তাকিয়ে দেখো;
সত্যি করে বলবে আজ আমায়
তুমি ঠিক এখন কেমন আছো?
Eta Sera laglo saby
ReplyDeleteThanks
Delete