আকাশ পানে মুখটা করে বৃষ্টি বলে যেই না ডাকা
হুড়মুড়িয়ে পড়লে ঝরে, এদিক অদিক সবটা ভুলে;
ভাবলাম আমি রাখবো কোথায়, ভরবো নাকি ডেকচিখানা?
নাকি আবার ভাসিয়ে দেবো কাগুজে এই নৌকো ভরে।
আটকে দিলাম নিজের কাছেই, পকেটভরে বর্ষা আমার
নিজের যত দাবিগুলো বললাম আমি ফিসফিসিয়ে,
কবিতা আর সোঁদাগন্ধ এখন থেকে নেই
যে তোমার
ওসবগুলো আমার হবে, দিলে দাও নয় নেবো ছিনিয়ে।
আরো চাইলাম অনেক কিছু, যেমনটা ঠিক সকলেই চায়
থাকবে তুমি আমার কাছে সারা জীবন ঠিক এভাবে;
থাকবে তুমি আমার কাছে সারা জীবন ঠিক এভাবে;
বৃষ্টি তখন হেসেই পাগল, কথা শোনার নেই কোনো দায়
রাগেই আমি বলে বসলেম অসভ্যতা শেখো কিভাবে?
হাসি থামিয়ে বৃষ্টি তখন বলছে আমার কানের পাশে
কবিতা খানা তোমায় দিলাম, বাকিগুলো নয় আমারই থাক;
তবে কি তুমি চলে যাবে? থাকবে না আর আমার কাছে?
বৃষ্টি বলে আসবো আবার যখন পাবো তোমারই ডাক।
একলা আমি আজও ডাকি ছাদ পেরিয়ে মাঝে মাঝে
আসেও অনেক সজ্জা নিয়ে, নানান মেঘে সাজিয়ে বাহার;
আসা যাওয়ার মাঝেও আজো দুঃখ সুখের কি ধুন বাজে,
কাছে এসেও পর আজও সে, কখনোই যে হয়নি আমার।।
😊😊😊👌👌
ReplyDeleteNice one...
ReplyDelete