Thursday, 23 February 2017

ঐশী...

ঐশী,তুমি কি জেগে আছো?
দেখো আজ জমানো কৃষ্ণচূড়াগুলো আসর জমিয়েছে
তোমার ওই নিথর পিঙ্গল আঙুলের ডগায়;
সামলাতে পারবে আমাদের এই ছিন্নমূল ভালোবাসাকে?
ঐশী, আমি আজ বছরশেষের ক্লান্ত অপেক্ষায়...

ঐশী, তুমি কি শুনছো কথাগুলো?
দেখো আজ আকাশভরা চাঁদের হাসিখানা ধরা দিয়েছে
তোমার ওই ফ্যাকাসে চোখের টানে;
হারিয়ে যাবে না তো এই রূপের শিহরনে?
ঐশী, আমি আজ হারাবার ভয়ের কাছে অসহায়...

ঐশী, এখনো কি ভালোবাসো আমায়?
দেখো আজ পুরনো ভালোলাগাগুলো আমায় আটকেছে
তোমার ওই মাঝবয়সি ছুতোগুলোর কাছে;
পাবো তো তোমায় খুঁজে ভালোবাসার গোলকধাঁধায় ঘুরে?
ঐশী, আমি আজ ঝড়ের কাছে শান্তির প্রতিক্ষায়...

ঐশী, আর বুঝি মনে পড়ে না আমায়?
দেখো আজ টেলিফোনটাও বোবার মতো  হার মেনেছে
তোমার ওই জমানো অভিমানের কাছে;
ফেলে আসা কথাগুলো আদৌ কি শোনাতে পারবো তোমায়?
ঐশী, আমি ক্লান্ত বড়ই, এই প্রত্যাশার উপেক্ষায়...

ঐশী, ভালোবাসাটা কি সত্যি বেঁচে আছে?
দেখো আজ অভ্যাসগুলো বারবার আমার পাঁজর চেপে ধরেছে
তোমার কাছে বাকি থাকা হিসাবের খাতায়;
আমাদের সেই উবে যাওয়া রঙ নিয়ে আজ পলাশ ফুটেছে বেশ
ঐশী, তুমি ভালো থেকো,

আমি আজ ক্লান্ত বড়, আক্ষেপের জীর্নতায়... 

No comments:

Post a Comment

নশ্বর

আমি জানি নশ্বর আমি; একটা একটা দিন ফুরায় আর আমি গুনি; এই বুঝি বাজল সাইরেন; শরীরের কারখানায় যখন ধীরে ধীরে কর্মবিরতি আসতে থাকে হঠাৎ করেই একদিন ...