Friday, 22 March 2024

কবিতা

কবিতা,
তোমার জন্য ঘর ভাঙে জানো,
আমার কাছে এক রকম, অন্যের আছে অন্য;
কি করে বোঝাই বলো
তোমার শব্দে পলাশ কেমন গোলাপ হয়ে ফোটে
দুঃখও কেমন সুখ হয়ে ফাটে;
কিছুটা বোঝা যায়, পড়া যায়
কিন্তু অনেকটা আড়ালে থাকে,
আমি না হয় বুঝি, কিন্তু আমার মতো কেউ কি আর বোঝে?



কবিতা,
তুমি মেঘলা দিনের রোদের মতো যেন;
প্রখর তো না, কিন্তু অনেক খানি কোমল;
তুমি দৃপ্ত, উন্মুক্ত-
তবুও তোমায় বোঝে না কেন কেউ?
আগলে রাখো অনুভূতিগুলোকে
নরম পালক মুড়ে, আলগোছে, মায়ের মতো;
কীভাবে ভালো না বেসে থাকা যায় বলো?
আমি তো বাসি, তুমিও কি ততটাই বাসে? 


কবিতা,
তুমি নতুন নতুন প্রেমে পড়ার মতো,
কত না বলা, কত না শোনা কথা;
প্রতিদিন যেন নতুন নতুন মোড়ক খোলো
কখনো ভালোবাসাও, কখনো ডোবাও,
কখনো বা জানলা ধারে বিষাদ গোনাও নির্বাকের মতো;
একই অঙ্গে এত রূপ,
নতুন নতুন প্রেমে পড়ার মতোই যেন;
তোমাতে নেই অবসাদ, তুমিই ভালোবাসার আশ্বাস।

কবিতা,
তোমায় রেখেছি অনেকটা বিশ্বাস;
একটা ফেলে আসা দিন, প্রেমে পড়া-
প্রেম থেকে ওঠা, দুঃখ সুখের সবটা হিসাব রেখেছি
তোমার দেরাজের ওই মোটা খাতাটায়;
তুমি আর আমি কেমন সত্যি হয়ে আছি
পাশে আছি, কাছে আছি, একে অপরের ভালোবাসায় আছি।
ভরসা করি তোমায়, ভাবতে চাই আরো;
শুধু দেখো সূর্যাস্তের সাথে সাথে
এই বিশ্বাস এর হাতটা যেন ছেড়ে না যায়। 

ভালো থেকো, ভালোবাসায় থেকো। 

1 comment:

নশ্বর

আমি জানি নশ্বর আমি; একটা একটা দিন ফুরায় আর আমি গুনি; এই বুঝি বাজল সাইরেন; শরীরের কারখানায় যখন ধীরে ধীরে কর্মবিরতি আসতে থাকে হঠাৎ করেই একদিন ...