Tuesday, 29 January 2019

টেন ইয়ার্স চ্যালেঞ্জ



  

-       স্যার আপনি টেন ইয়ার্স চ্যালেঞ্জটা খেলুন না…!!! দারুন মজার।
-       এ আবার কি জিনিস?
-       বিশেষ কিছুই না, আপনার দশ বছর আগের একটা ছবি আর এখনকার একটা ছবি একসাথে কোলাজ করে পোস্ট করবেন, সাথে হ্যাশট্যাগ টেন-ইয়ার্স-চ্যালেঞ্জ।
-       ওহ, এই ব্যাপার। তা এই ঘি মাখার সময়ে কে আমার ছবি দেখবে?
-       প্লিজ স্যার। আপনার সবে চল্লিশের কোটায় এলো…
-       ধুর্, মুড়ির আবার মিয়ানো আর কুড়মুড়ে।
-       আপনি না একদম যা তা…
-       ওয়াইন বা স্কচ আর বিয়ারের তফাত জানিস?
-       নাহ, ওসব বাজে জিনিস আমি খাই না।
-       ওয়াইন বা স্কচের যত বয়স বাড়ে তত তার দাম বাড়তে থাকতে, বিয়ার তো খুলে দিলেই শেষ।
-       মানে সত্যি আপনিও না… সবেতে আজে বাজে কথা বলতেই হবে…
-       আরে আজে বাজে কোথায়? একবার ভেবে দেখ এই শুকনো আমড়ার আঁটির মতো মুখের ছবি কে দেখবে?
-       আপনি জানেন কতো মেয়ে আপনার জন্যে পাগল?
-       বটে…
-       এবার দিন তো দেখি একটা ছবি, কেউ না দেখলে একজন দেখার লোক তো পেয়েই যাবেন…





Friday, 11 January 2019

জ্বর






-       আপনি আজকেও ওষুধটা খান নি?
-       হে হে হে, ওই আর কি। অতো ওষুধ খেয়ে কি হবে, এমনি সেরে যাবে।
-       সেই, এখন আপনিই ডাক্তার হয়ে গেলেন। কখন কি খাবেন, না খাবেন সব বুঝে গেলেন। কোন সালে ডাক্তারি পাস করলেন বলুন তো।
-       হা হা হা, আহা চোটছিস কেন?
-       হাসবেন না। এভাবে চলবে তাহলে?
-       আরে রাগ করিস না। পরে খেয়ে নেবো খন।
-       সেই। কালকেও একই কথা বলেছিলেন। দেখলেন তো আমি চলে গেলাম আর কি সব কান্ড করে বসলেন। দেখি জ্বরটা কত…
-       আরে তুই বুঝিস না, এই সব জ্বর ওষুধ খেলে সাতদিন, না খেলে এক সপ্তাহ। এমনিই সেরে যাবে…
-       থাক না, হয়েছে… সর্বনাশ, এতো ধুম জ্বর। এখুনি ওষুধ খাওয়াতে হবে।
-       আরে ও কিছু না। গরম জলে একটু ওল্ড মঙ্ক, ব্যাস সব সেরে যাবে।
-       আর যদি একটাও বাজে কথা বলেছেন তাহলে আমি চলে যাবো এখুনি।
-       বাল্বের সামনে কখনো পোকামাকড় উড়তে দেখেছিস?
-       হ্যাঁ, কিন্তু এতে পোকামাকড়ের কি হল?
-       ওরা জানে যে গরমের তাপে ওরা পুড়ে যাবে, কিন্তু তবু আসে, বার বার আসে। না চাইতেও আসে। সময় থাকতে থাকতে বুঝতে পারলে তো আর প্রানটা দিতে হয় না।
-       নিজের ভালো সবাই বোঝে স্যার, কিন্তু আকর্ষণকে ধরে রাখবে কোথায়?
-       সেই ভুলেই তো…
-       বলছি কিছু খাওয়া হয়েছে নাকি সকাল থেকে এমনই এরম দর্শন বেরোচ্ছে?
-       হে হে হে…
-       ভগবান…!!! একে নিয়ে আমি কি করবো…!! আপনি একটু দাঁড়ান, আমি মুসুর ডালটা বসাই।






একাকীত্ব




- আপনার একা লাগে না?
- একা? একা কেন লাগবে?
- এই যে কেউ কোথাও নেই, দিনের পর দিন এই এক বাড়িতে নিজেই রান্না করেন, নিজেই খান;কাউকে খাওয়ানোর কেউ নেই, কেউ খাইয়ে দেওয়ার নেই; ভালো লাগে?
- এই আধবুড়ো বয়সে খাইয়ে দিলে সেটা ভালো দেখতে লাগে?
- মোটেই আপনি বুড়ো নন, কটা চুল পেকে গেলেই কেউ বুড়ো হয় না। ওটা স্টাইল এখন।
- বটে।
- বলুন এবার।
- চিনেবাদাম খেয়েছিস কখনো?
- মেলা থেকে? হ্যাঁ খেয়েছি। অনেক বার। কেন বলুন তো?
- খাওয়া শেষ হয়ে গেলে কি করিস বল?
- এ কি! বাদামের খোলা গুলো ঠোঙাতে ভরে ফেলে দি, আর কি করবো।
- ওটাই হলো একাকীত্ব। যখন তোর কাছে বলার অনেক কিছু আছে কিন্তু শোনার কেউ নেই, তখন অনুভূতিগুলো বস্তাবন্দী করাটাই একাকীত্ব। বুঝলি?
- না, মানে সব ঘেঁটে দিলেন।
- হা হা হা। যখন ভেঙে পড়বি আর কেউ আগলানোর থাকবে না, তখন বুঝবি এগুলো।
- আপনাকে কে আগলায় স্যার?
- এসব রাখ,রাত তো হল অনেক। বাড়ি যাবি না?
- সুযোগ দেবেন?
- মানে?? কিসের সুযোগ? কি বলছিস?
- ও কিছু না। অনেক বেজে গেল, লাস্ট বাসটাও না মিস করি। আসছি আজ...



নশ্বর

আমি জানি নশ্বর আমি; একটা একটা দিন ফুরায় আর আমি গুনি; এই বুঝি বাজল সাইরেন; শরীরের কারখানায় যখন ধীরে ধীরে কর্মবিরতি আসতে থাকে হঠাৎ করেই একদিন ...