তোমার বাড়ির সামনে দিয়ে যাওয়া হয় না আর
বদলে গেছে পথ, অচেনা সব গলি;
কথার পরে কথা গুলো গুলোয় বারংবার;
হয়তো অচেনা পথই হারিয়ে দিচ্ছে আবার।
বদলে গেছে পথ, অচেনা সব গলি;
কথার পরে কথা গুলো গুলোয় বারংবার;
হয়তো অচেনা পথই হারিয়ে দিচ্ছে আবার।
এখনো সেই শিউলি গাছে অনেক ফুল আসে?
গামছা ভরে কুড়িয়ে নিতাম কত;
সাজিয়ে যতনে ফুলগুলোকে একটা একটা করে
তোমার খোঁপায় ভরে দিতাম, ভালোবেসে।
গামছা ভরে কুড়িয়ে নিতাম কত;
সাজিয়ে যতনে ফুলগুলোকে একটা একটা করে
তোমার খোঁপায় ভরে দিতাম, ভালোবেসে।
তোমার বাড়ির লুকানো চিলেকোঠায় এখন কি কেউ যায়?
জমিয়েছিলাম অনেক সুখের গল্প;
কথার পরে নতুন কথার খেলায় জমে উঠতো বেশ
কালের হাওয়া থামিয়েছে গান, বানিয়েছে অসহায়।
জমিয়েছিলাম অনেক সুখের গল্প;
কথার পরে নতুন কথার খেলায় জমে উঠতো বেশ
কালের হাওয়া থামিয়েছে গান, বানিয়েছে অসহায়।
এখন আমি বেশ অনেকদূরেই থাকি, শহর থেকে কোলাহল আসে না
ডাকলে পরে আবার আসবো কাছে;
জানো এক সাথে আম কুড়ানোর স্বপ্ন দেখি আজও
কিন্তু যে শহরে আমি থাকি, সেখানে কালবৈশাখী আসে না।
ডাকলে পরে আবার আসবো কাছে;
জানো এক সাথে আম কুড়ানোর স্বপ্ন দেখি আজও
কিন্তু যে শহরে আমি থাকি, সেখানে কালবৈশাখী আসে না।
No comments:
Post a Comment