Wednesday, 19 December 2018

মৃত ছন্দ




কবিরাও মরে দিনে দিনে, বার বার,
জমা রয়ে যায় শুধু কথাগুলো;
জং ধরা ফ্রেমের গায়ে গল্প লেগে থাকে,
ভাঙা কার্নিশে প্রেম জমায় হুলো;

অভ্যাস গুলো থাকে আগের মতই
পালটে যায় কবির উপস্থিতি;
কবিতার কথা বাজারের কানে বাজে
বইয়ের পাতা জমায় প্রাচীন ধুলো।

অভিযোগগুলো বাকি থেকে যায় আবার
প্রশ্নগুলো এর ওর মুখে ফেরে;
সেই সময়ের কাছে মাথা নিচু করে আবার
জবাবগুলো পচে বন্দীঘরে।

উতসুক সব কেবলই জানতে চায়
কবির কলমে বন্দী কিসব কথা?
কলম কেবল আকাশ কুসুম ভাবে;
সারিয়ে দেয় কবির সকল ব্যথা।

কবি তখন একলাটা ঘর এঁটে
ছড়িয়ে পড়ে নতুন লেখাখানা;
নিদ্রা গেছেন ঘন্টা খানেক আগেই
মরে গেছে কাল রাতের শেষ ভাবনা।

কবিদেরকেও মরতে হয় আবার
লেখার সাথেই একটু করে ক্ষয়;
নতুন সাজে ভাবনা গুলো ফেরে
নতুন কবি আবার জন্ম নেয় ।।




No comments:

Post a Comment

নশ্বর

আমি জানি নশ্বর আমি; একটা একটা দিন ফুরায় আর আমি গুনি; এই বুঝি বাজল সাইরেন; শরীরের কারখানায় যখন ধীরে ধীরে কর্মবিরতি আসতে থাকে হঠাৎ করেই একদিন ...