Saturday, 14 January 2017

মিসিং ডায়েরি

যখন তুমি চুরি গিয়েছো মাঝরাতের আঁধারে;
সারা শহর ঘুমায় চুপিসাড়ে,
স্বপ্ন গুলো উবে গিয়ে তখন জমছে সবে
ওই ভেপার ল্যাম্পের আড়ালে;
আমি চেঁচিয়ে ছিলাম,আধো ঘুম ভাঙ্গা উৎকণ্ঠায়
যেন শিকল ছেঁড়ার যাতনায়;
কেউ আসেনি তখন, শুধু পাশ ঘুরেছিলো।

ওরা তোমায় নিয়ে গেলো টেনে, হিড়হিড়িয়ে
কাপড় জামা এদিক ওদিক,কোথাও গেছে ছিঁড়ে,
শীতের রাতের শিশির গুলো তখন
আসর জমিয়েছে তোমার গায়ের কাছে;
আমি চিৎকার করে ডেকেছিলাম স্বপ্নচুরির উৎকণ্ঠায়
পাথরচাপা কান্নাতে ভিজে;
কেউ ছিলো না পাশে, শুধু চাদর টেনেছিলো।

তুমি তখন অনেক খানি দূরে, অন্ধকারের শেষে;
কুয়াশা তখন রাহুর মতো গিলছে তোমার মুখখানা,
চোখের জলের এলোমেলো চলাচলে
তোমার মুখখানা হয়ে গেছে আবছা;
আমি হাত বাড়িয়েছিলাম, তোমায় হারানোর ভয়ে
হিসাব ছাড়া অনুভূতির বশে;
কেউ শোনেনি তখন, শুধু কটা আলো জ্বলেছিলো

তখন তুমি চুরি গিয়েছো ওই জল্লাদগুলোর কাছে;
থম্থমে হয়ে চিৎকার গুলো ঠাণ্ডা হাওয়ায় ভাসে;
লুটিয়ে আমি তোমার পথের পরে
লিখে চলেছি আমার শেষ চিঠি তোমার তরে,
আমি তখন হাত বাড়াইনি আর তোমায় আগলাবার চেষ্টায়
ভেঙ্গে পড়া স্বপ্ন গুলো কুড়িয়েছিলাম সন্তর্পনে;
কেউ ছিলো না তখন, ভোর হতেও বেশ খানিক বাকি

একফালি চাঁদটাও আড়ি পেতে শুনেছিলো সেই পাঁজরভাঙ্গা চিৎকার

সাড়া দেয়নি তাতে,শুধু লম্বা হাই তুলেছিলো

No comments:

Post a Comment

নশ্বর

আমি জানি নশ্বর আমি; একটা একটা দিন ফুরায় আর আমি গুনি; এই বুঝি বাজল সাইরেন; শরীরের কারখানায় যখন ধীরে ধীরে কর্মবিরতি আসতে থাকে হঠাৎ করেই একদিন ...