আমি একলা হেঁটেছি পথে পথে
অমনোযোগের কিছু রেখা ছিল চোখে;
ফুটপাথ গুনে মাইল ফলক
আমি তো বুঝিনি কখন রাস্তা গিয়েছে বেঁকে।
মেয়েটি বলেনি এতোকিছু
চিরকুট ছিলো মিতভাষী;
আগামীর বার্তা ছিলো তাতে,
ছিলো না সে পরিচিত হাসি।
ভালোবাসা কমেছে ক্রমশ
রাত জাগা তারই জিজ্ঞাসায়
আমি হারিয়েছি অবাধ খেয়ালে
ভালোবাসা হারিয়েছে আমায়।
একলাটি আমার যাওয়া আসা
বন্দর হয়ে আজ ফিকে,
গতিহীন কিছু চাওয়া পাওয়া
আমি নিঃস্ব আজ ভালোবেসে।
সময় বাড়িয়েছে কিছু প্রহর
এলোমেলো খেয়াল অষ্টাদশী,
বালিকা আর বলেনা ‘ভালো থেকো’
আমিও বলি না ভালোবাসি।।
Besh Bhaalo.... :)
ReplyDelete