একলা পথে হাঁটতে গিয়ে
হারিয়েছি বহুদূর,
সাগর তটে ভেজা বালির পায়ের ছাপের আশায়
হাঁটতে হাঁটতে হারিয়েছি সেই এক অজানার নেশায়
জমিয়েছি শত ভাঙ্গা ঝিনুকের কুঁচি;
আগলে রেখে কোলের কাছটাতে
স্বপ্ন গুলো আপন মনে বাঁচে;
ভয় নেই কো, লাগবে না কোনো আঁচড়
বুক চিতিয়ে রুখে দেবো রক্তবীজের দাপট ;
ওটাই শুধু সত্যি আমার, সেঁধানো ভালোবাসার শিকড়।
অবস্থানটাও বদলে গেছে তোমার আর আমার
তুমি যখন দক্ষিন, আমি তখন উত্তর,
বদলে গেছি আমরা দুজন রেললাইনের মতো
পাশাপাশি যদিও হাঁটি, কিন্তু রেখেছি ব্যবধান
মিলবো না আর কোনও দিন কভু, মিলবে না এ জীবন
দেখবো কেবল আড় চোখেতেই, থাকবো নিরুত্তর।
শিহরন আজও হারায় আমায় শিশির ভেজা রাতে
যখন তোমার কান্না আমায় কাঁদায় অবহেলে,
জমতে থাকা শিশির গুলোয় কাঁপতে থাকো তুমি
কাঁপতে কাঁপতে ফিসপ্লেটটা বাড়িয়ে দিয়েছি আমি।
সকল কথাই রয়ে যাবে আড়ালের আবদারে,
সরে গেছি আজ আমরা দুজন অবহেলার অনুরোধে,
ঝিনুক গুলো লুকিয়ে আছে স্বপ্নের বালুচরে
সময় পেলে খুঁজে দেখিস একটু অবকাশে;
থাকবো হয়তো বহুদুরে সীমানা নেই যেথায়
মুখের কথা মুখেই রবে নিশ্চুপ জিজ্ঞাসায়,
থাকবি তুই, থাকবো আমি অন্যও রকম ভাবে
ভালোবাসা আজ পথ হারাবে অন্ধগলির মাঝে।
কথায় কথায় ভুলেই গেছি রয়েছে বলার বাকি ,
আমাদের সেই বাকি থাকা গল্প গুলো নিয়ে
এখনও অনেক কথা রটে, শুনি না
শুধু আমরাই ।। :-)
No comments:
Post a Comment