তোমাকে চেনার ইচ্ছা আমার বহুদিনের,
সুযোগ সময় কিছুই হয় না আর;
কাছে চাওয়া আর পাওয়ার মাঝেও
অনেক অনেক ফারাক,
এক এক আলোকবর্ষ যেন;
তোমায় কুয়াশার মতোই জটিল ভাবতাম;
ধোঁয়া ধোঁয়া, কাছে গেলেই নেই আর;
তবুও ওই কুহকের পিছনেই ছুটে গেছি মারিচের টানে,
হেরেছি আর হেরেছি বার বার;
প্রশ্ন করেছি নিজেকে কেন আবার?
শুধু চেনা নয়, তোমাকে ছোঁয়ার ইচ্ছাও আমার আছে;
চেনাটাই হয়নি বলে সাহস হয়নি আর হাত বাড়াতে,
ছুঁতে চাওয়া আর আবার চাওয়ার মাঝেও
এক সরজমিন ফারাক,
কয়েক শ আলোকবর্ষ বোধহয়;
ভাবতাম আগুনের মতোই নির্মল তুমি;
দীপ্ত, উষ্ণ আর পবিত্রতায় মোড়া,
ছুঁয়ে দিলে জ্বলব জেনেও বার বার গেছি শ্যামাপোকার মতো,
তেজের আগুনে পুড়েছি, তবুও আবার;
প্রশ্ন করে গেছি খালি অসহায়ের মতো
সব কেন-র যে উত্তর হয় না আর…
ইচ্ছা গুলো ইচ্ছাই থেকে গেল আমার,
চেনা, জানা, শোনা, ছোঁয়ার বাইরের একটা বৃহত্তর বৃত্তে
আটকে আমরা দুজনেই,
একজন আরেকজন কে নামচেনা চিনি হয়ত,
কিন্তু আমাদের মাঝখান দিয়ে একটা নদী বইছে যেন,
এপার ওপার দেখা যায় না আর;
তুমি সরে গেছ ওপাশে আর আমি এপাশে;
সাঁতরে নেওয়ার ইচ্ছাটুকুও হারিয়েছি আমি অনেক দিনই হলো,
এখন শুধুই কুয়াশা আর বিচ্ছিন্নতা,
প্রশ্ন করেছি একবারই, পারলাম না কেন সাঁতরে নিতে এবার?
উত্তরের অপেক্ষাটাও করিনি আমি, জানি
সব কেন-র তো উত্তর হয় না আর…
আর একটু হয়ত পারতাম দুজনই,
কিন্তু করিনি কেন?
হয়ত এভাবেই সব কেন-র…
Asadharon
ReplyDeleteDarun lekhata
ReplyDelete