Friday, 13 December 2024

সব কেন-র উত্তর...



তোমাকে চেনার ইচ্ছা আমার বহুদিনের,
সুযোগ সময় কিছুই হয় না আর; 
কাছে চাওয়া আর পাওয়ার মাঝেও
অনেক অনেক ফারাক,
এক এক আলোকবর্ষ যেন; 
তোমায় কুয়াশার মতোই জটিল ভাবতাম;
ধোঁয়া ধোঁয়া, কাছে গেলেই নেই আর;
তবুও ওই কুহকের পিছনেই ছুটে গেছি মারিচের টানে,
হেরেছি আর হেরেছি বার বার;
প্রশ্ন করেছি নিজেকে কেন আবার?
কিন্তু সব কেন-র তো উত্তর নেই আর..

Friday, 22 March 2024

কবিতা

কবিতা,
তোমার জন্য ঘর ভাঙে জানো,
আমার কাছে এক রকম, অন্যের আছে অন্য;
কি করে বোঝাই বলো
তোমার শব্দে পলাশ কেমন গোলাপ হয়ে ফোটে
দুঃখও কেমন সুখ হয়ে ফাটে;
কিছুটা বোঝা যায়, পড়া যায়
কিন্তু অনেকটা আড়ালে থাকে,
আমি না হয় বুঝি, কিন্তু আমার মতো কেউ কি আর বোঝে?

Tuesday, 19 March 2024

অপেক্ষা



এভাবেই দিন যায়,

জানলার কাঁচ থেকে শুধু মেঘটুকুই ধরা বাকি;

কিছুটা বৃষ্টি, কিছুটা মেঘলা আর অনেকটা একলা। 

একলা কেন? নতুন তো না,

আজকাল মনে হয় সৃষ্টির আদিম সময় থেকেই 

একা থাকার দস্তুর আমার।

এখন আফসোস নেই, ভালো লাগে বরং। 


আমার জানলা দিয়ে অনেক খানি মাঠ দেখা যায়,

তার আগে পিছে ধূসর রাস্তা,

গাড়ি যায় পরপর; আমার দেখা হয় না আর; 

দেখা, শোনা, ভাবা- ব্যাপারগুলোই আর সমান্তরাল নেই। 


মেঘ করে কালো হয়ে এসেছে বেশ,

বৃষ্টির একটা আলাদা গন্ধ আছে জানো;

হাওয়াটা আজ সেটা নিয়েই ঘুরছে, হবে বুঝি এখনি। 

ঝুপঝুপে ভেজা জানলাটা বেয়ে যখন জল নামবে নীচে

আমি দেখব হয়ত; জানিনা ঠিক-

দেখলেও হয়ত সেরকম আর আগের মতো দেখব না;

না দেখার আফসোস নেই, ভালোই লাগে বটে।


সময় কেটে যায় মেঘের মতোই,

রোদ আসে, ঝড় আসে, বৃষ্টি ও, আবার ফিরে রোদ; 

তুমিও পালটে গেছ অনেক, অনেক খানিই হবে

একটা একটা বছরের হিসাব তো আর থাকে না;

যদি দেখা হয় কখনো

এক কাপ চা নিয়ে বসব হয়ত, মিলিয়ে নেব হিসাব নিকাশ;

তুমি দিয়েছিলে বেশি নাকি আমার কাছেই ধার…


বাকিটা না হয় অপেক্ষার… 


নশ্বর

আমি জানি নশ্বর আমি; একটা একটা দিন ফুরায় আর আমি গুনি; এই বুঝি বাজল সাইরেন; শরীরের কারখানায় যখন ধীরে ধীরে কর্মবিরতি আসতে থাকে হঠাৎ করেই একদিন ...