সবটুকু তার জানা, তবু আঘাতের রাত এলে-
যে ভীষণ ভালবাসে, সেই একা রেখে যায় ফেলে...
তবু ঘুম রাখা থাকে, বই-তাকে, ওষুধের মত;
সবটুকু তার জানা, তবু তারই জন্যে আহত।।
সবটুকু তার জানা, তবু বিদ্যুৎ চমকানোর রাতে
যে কাছে টেনে আনে,সেই ফেলে যায় একলাতে...
তবু ভাত বাড়া আছে,খাবার টেবিলে,রোজকার মত;
সবটুকু তার জানা, তবু তারই জন্যে আহত।।
সবটুকু সে জানে, তবু বাঁধভাঙ্গার রাত এলে
যে আদর করে ভীষন, সেই তাকায় না মুখ তুলে...
তবু সুখ রাখা থাকে, নিরুদ্দেশী খামে, প্রতি মাসের মত;
সবটাই তার জানা, তবু তারই জন্যে আহত।।
সবটুকু তার জানা,তবু একলা থাকা রাতের পরে
যে বিশ্বাস দেয় ভীষন, সেই ফেলে যায় অন্ধকারে...
অভ্যেস গুলো একই আছে, অবুঝ আনাড়ি, ছোটবেলার মত;
সবটুকু তার জানা, তবু তারই জন্যে আহত।।
সবটুকু তার জানা, তবু ভেঙে যাওয়ার পরে
যে গুছিয়ে নেয়, সেই আজ ভাঙে নতুন করে...
তবু প্রেম বেঁচে থাকে, আড়ালে, প্রথম বারের মত
সবটুকু তার জানা, তবু তারই জন্যে আহত।।
No comments:
Post a Comment