Friday, 13 December 2024

সব কেন-র উত্তর...



তোমাকে চেনার ইচ্ছা আমার বহুদিনের,
সুযোগ সময় কিছুই হয় না আর; 
কাছে চাওয়া আর পাওয়ার মাঝেও
অনেক অনেক ফারাক,
এক এক আলোকবর্ষ যেন; 
তোমায় কুয়াশার মতোই জটিল ভাবতাম;
ধোঁয়া ধোঁয়া, কাছে গেলেই নেই আর;
তবুও ওই কুহকের পিছনেই ছুটে গেছি মারিচের টানে,
হেরেছি আর হেরেছি বার বার;
প্রশ্ন করেছি নিজেকে কেন আবার?
কিন্তু সব কেন-র তো উত্তর নেই আর..

নশ্বর

আমি জানি নশ্বর আমি; একটা একটা দিন ফুরায় আর আমি গুনি; এই বুঝি বাজল সাইরেন; শরীরের কারখানায় যখন ধীরে ধীরে কর্মবিরতি আসতে থাকে হঠাৎ করেই একদিন ...