অনেক কটা হিসেব নেওয়া বাকি রয়ে গেল;
একটা ক্লিপ, একটা ফুল ফুল গার্ডার,
একটা ছবি, গোটা চারেক রুমাল,
আর কোন মুড়ে যাওয়া তিন চারটে চিঠি;
দেখা করে হিসেব মেটাবো ভেবেছিলাম
কিন্তু ইস্কাবনের পান থেকে চুন খসেছে ততক্ষণ;
লাস্ট ট্রেন সাইরেন মেরে স্টেশন ছেড়েছে
লাস্ট বাস ও ক্যানসেল হয়ে গেছে,
প্যাঁচ কাটা ঘুড়ির মতো ঘুরতে ঘুরতে যখন মুখ গুঁজে পড়েছি
তখন রাত হয়েছে অনেক, ঝপ করেই প্রায়;
যে কটা হিসেব নেওয়ার ছিল আর মেলেনি আমার।